News:

সহশিক্ষা ও নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

 

শিক্ষা হলো কোনো ব্যক্তির আচরণের কাঙ্ক্ষিত স্থায়ী পরিবর্তন যার মাধ্যমে ব্যক্তির দৃষ্টিভঙ্গি, জীবনাচরণ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে।

সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কার্যক্রম স্কুল কলেজের সাধারণ কারিকুলামের বাইরের কাজ, যেগুলো শিক্ষার্থীদের দ্বারা সম্পন্ন হয়। সহশিক্ষা কার্যক্রমগুলো শিক্ষার্থীরা আনন্দের সাথে গ্রহণ করে। এ কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক-কেন্দ্রিক জ্ঞানের বাইরে তাদের সৃজনশীল, আত্মবিশ্বাসী, জীবনমুখী ও দক্ষ করে গড়ে তোলে। তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটায়। ফলে বিদ্যালয় ও পড়াশোনা তাদের কাছে আনন্দের উৎস হয়ে দাঁড়ায়।

 

সহশিক্ষা কার্যক্রমে লব্ধ জ্ঞান শিক্ষার্থীরা ব্যবহারিক এবং বৃত্তিমূলক কাজে ব্যবহার করতে পারে। সেই সাথে এ কাজকর্ম তাদের সামাজিকতাকে বিকাশিত করে। সহশিক্ষা কার্যক্রম কাজে দক্ষতা বাড়াতে এবং সেই সাথে শিখন-শেখানো কার্যক্রমেও বেশ প্রভাব ফেলে। সহশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থার অমূল পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের শিশুরা শিক্ষার আলাদা এক অর্থ খুঁজে পেয়েছে। বিদ্যালয়ে আসা যাওয়া মুখস্ত বিদ্যার মাধ্যমে আমরা আমাদের মেধাকে আস্তা কুড়েঁ ঠেলে দিচ্ছিলাম। সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন তাদের মেধাকে শাণিত করছে অন্যদিকে তাদের অর্জিত জ্ঞানকে প্রয়োগ করার সুযোগ পাচ্ছে।

 

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ যাত্রালগ্ন থেকেই সহশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞানচর্চা, গণিতচর্চা, ভাষাচর্চা, বিতর্ক, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদি ক্ষেত্রে অংশগ্রণের সুযোগ লাভ করে। এসকল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃষ্টিশীল প্রতিভার বিকাশ ঘটছে, নেতৃত্ব দানের দক্ষতা তৈরি হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে নতুন সম্ভাবনা নিয়ে।